Anonymous Reporter
🚨 SCAMMER ALERT
কিছুদিন আগে আমি এই পেইজ থেকে একজোড়া শাখা অর্ডার করেছি। ওরা আমাকে ডেলিভারি চার্জ টা আগে পেমেন্ট করতে বললো এবং তা আমি করলাম। তারপর আমার কাছে কিছুদিন পর কল আসলো, ওরা বললো যে পার্সেল কোথায় পাঠাবে আমি আম...
কিছুদিন আগে আমি এই পেইজ থেকে একজোড়া শাখা অর্ডার করেছি। ওরা আমাকে ডেলিভারি চার্জ টা আগে পেমেন্ট করতে বললো এবং তা আমি করলাম। তারপর আমার কাছে কিছুদিন পর কল আসলো, ওরা বললো যে পার্সেল কোথায় পাঠাবে আমি আমার বাড়ির ঠিকানা দিলাম কিন্তু ওরা বললো যে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে। তাই আমিও বিশ্বাস করে নিলাম যেহেতু আমি দেখেছি পেজের রিচ খুব ভালো। কুরিয়ারে দেখার কোনো নিয়ম ছিলো না বলে ঘরে এসে দেখি ভুল পার্সেল আসছে। আমি সাথে সাথে ওদের সেটা জানায় এবং আমাকে কল দিয়ে বলল যে ওরা ডেলিভারি ম্যান কে দিয়ে আমার ঠিক পার্সেলটা পাঠাবে আর কোনো টাকা লাগবে না। অনেকদিন হওয়ার পর পার্সেল না পাওয়াতে ওদের জানালাম ওরা আবার বলল যে ২০০ টাকা নাকি আবার এডভ্যান্স করতে হবে। আবারো আমি বিশ্বাস করে ওদের টাকা পাঠালাম। কিন্তু আমার পার্সেল আসছিলো না। ওদের আবার বলার পর আমাকে বললো যে এতবার এসএমএস দিলে আমাকে নাকি সার্ভার থেকে ব্লক করে দেওয়ার হবে পার্সেল আসলে নাকি কল দেওয়া হবে আমাকে। এরপরেও অনেকদিন অপেক্ষা করলাম। আবার জানানোর পর ওরা কোনো রিপ্লাই করলো না। পরে আবার এসএমএস দিতে গিয়ে দেখি আমাকে পেইজ থেকে ব্লক করে দেওয়া হয়েছে। ওদের নাম্বারে কল দেওয়ার পরেও ওরা রিসিভ করছে না।।।।
#এটা একটা fourad পেইজ।।। এইখান থেকে কেউ কোনো জিনিস কিনবেন না।।।
📎 Evidence 4
Comments
Loading...
Login to comment
Login