G
Anonymous Reporter
• 4w ago
৫ তারিখে এই পেজ থেকে ৩ টা শাড়ি কনফার্ম করছি। ২১০ টা অগ্রীম পেমেন্ট করছি। আমাদের টাকা নিয়ে এরপর আর রিপ্লাই করে না। আমরা টাকার কথা কিছু বলি নাই বারবার বলছি আমাদের একটা অনুষ্ঠান আছে শাড়ি গুলা যাতে পাঠায়।...
৫ তারিখে এই পেজ থেকে ৩ টা শাড়ি কনফার্ম করছি। ২১০ টা অগ্রীম পেমেন্ট করছি। আমাদের টাকা নিয়ে এরপর আর রিপ্লাই করে না। আমরা টাকার কথা কিছু বলি নাই বারবার বলছি আমাদের একটা অনুষ্ঠান আছে শাড়ি গুলা যাতে পাঠায়। কিন্তু একটা মেসেজ এর রিপ্লাই ও করে নাই।
অনেকে বলবেন আগে টাকা দিছি কেনো গত ৬/৭ বছর ধরে অনলাইনে সব কিছু কিনি। এমনও হয় পুরা টাকা আগে দিয়ে দিছি। এই পেজ এমন করবে কে জানে।
আর কেউ এই পেজ থেকে কিনে প্রতারিত হবেন না।
📎 Evidence 4
Comments
Loading...
Login to comment
Login