Anonymous User
২৩ অক্টোবর এই পেজ থেকে জার্সি অর্ডার করেছিলাম। ওদের রিভিউ ভালো দেখে বিশ্বাস করেই ফুল পেমেন্ট করে দেই। কারণ ওরা বলেছিল “অফারের জার্সি, তাই ফুল পেমেন্ট লাগবে।” রিভিউ ভালো থাকায় আমিও ভরসা করেছিলাম।
কিন্...
২৩ অক্টোবর এই পেজ থেকে জার্সি অর্ডার করেছিলাম। ওদের রিভিউ ভালো দেখে বিশ্বাস করেই ফুল পেমেন্ট করে দেই। কারণ ওরা বলেছিল “অফারের জার্সি, তাই ফুল পেমেন্ট লাগবে।” রিভিউ ভালো থাকায় আমিও ভরসা করেছিলাম।
কিন্তু পেমেন্ট করার পর জার্সি তো দেয় নাই, তার ওপর রিফান্ড করবে বলে আজ-কাল করে এখনও রিফান্ডও করছে না। পেজে পোস্ট-স্টোরি সব দেয়, কিন্তু মেসেজে রিপ্লাই দিতে এত নাটক করে
এটাই প্রথমবার অনলাইনে এভাবে টাকা মারা গেল🤲
এমন ফালতু পেজগুলোর জন্যই অনলাইন শপিংয়ের ওপর থেকে মন উঠে গেছে!
অনুরোধ:
কেউ অর্ডার করলেও, ফুল পেমেন্ট করে অর্ডার করবেন না। আগে প্রোডাক্ট, পরে পেমেন্ট!!
📎 Evidence 4
Comments
Loading...
Login to comment
Login