⚠️

ReviewHobe

G

Anonymous Reporter

• 4w ago
🚨 SCAMMER

🚨 SCAMMER ALERT

NAME: The Gift Shop Company
LOSS: ৳520
TYPE: job
PAY: bKash - Number: 01611152322

ফেসবুকে “The Gift Shop” নামে একটি পেজ ভয়ংকর প্রতারণা চালাচ্ছে।
তারা দাবি করছে— “পোস্ট ডিলিট হয়ে গেছে, তাই আমরা মডারেটর/হ্যান্ডলার নিচ্ছি” — আর এই অজুহাতে ৫২০ টাকা করে নিয়ে মানুষকে ঠকাচ্ছে।

তাদের ব...

ফেসবুকে “The Gift Shop” নামে একটি পেজ ভয়ংকর প্রতারণা চালাচ্ছে।
তারা দাবি করছে— “পোস্ট ডিলিট হয়ে গেছে, তাই আমরা মডারেটর/হ্যান্ডলার নিচ্ছি” — আর এই অজুহাতে ৫২০ টাকা করে নিয়ে মানুষকে ঠকাচ্ছে।

তাদের ব্যাখ্যা অনুযায়ী ৫২০ টাকা তারা যে কারণে নিবে —

➡️ যারা সত্যি সিরিয়াস তাদের আলাদা করতে ৫২০ টাকা নেওয়া হচ্ছে।কারণ পরে অনেকে বলে কাজ করতে চাই না, তাতে তাদের সময় নষ্ট হয়। যারা টাকা দিয়ে কনফার্ম করবে তারা তারা সিরিয়াস হয়ে কনফার্ম করবে আর বলবে না যে কাজ করতে চাই না। তার জন্য তারা নাকি ৫২০ টাকা করে নেয়।

➡️প্রথম মাসের স্যালারি সাথে তারা এই ৫২০ টাকা এড করে ১২,৫২০ টাকা দিবে।
কিন্তু এগুলো সবই অসত্য।

আমার ইউনিভার্সিটির এক বান্ধবী নিজে এই স্ক্যামের শিকার হয়েছে।
ওর কাছ থেকে ৫২০ টাকা নেওয়ার পর— তাকে সরাসরি ব্লক করে দিয়েছে।
স্ক্রিনশটসহ বিষয়টা সে আমাকে পাঠিয়েছে।

🔴 পেজটির রিঅ্যাকশন, ফলোয়ার— সবই সন্দেহজনক ও কৃত্রিম।
🔍 তারা ভুয়া Google Form দিয়ে টাকা নিচ্ছে।

🌐 যে ওয়েবসাইট দেখায়, সেটাও আসলে ডোমেইন সেলের জন্য উঠানো— পুরোপুরি ভুয়া।

⚠️ এটা একটি পূর্ণাঙ্গ স্ক্যাম পেজ। ইতোমধ্যে অনেকেই প্রতারিত হয়েছেন।

👉 এখনই এসব প্রতারণার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।

সাইবারক্রাইম এর কেউ বিষয়টি দেখে থাকলে অথবা আইনের কারো চোখে পড়লে প্লিজ আপনারা যথাযথ ব্যবস্থা নিবেন 🙏

— দেরি করলে আরও মানুষ প্রতারিত হবে।

🔁 শেয়ার করুন — আপনার একটি শেয়ার কারো টাকা বাঁচাতে পারে।

#ScamAlert #ScamWarning
#fakepagealart

📎 Evidence 5

Evidence
Evidence
Evidence
Evidence
Evidence

Comments

Loading...

Login to comment

Login
Back to Dashboard