Anonymous Reporter
আসসালামু আলাইকুম, আমার আগে তেমন কোনো অনলাইনে কেনা কাটা করার এক্সপেরিয়েন্স নেই। আমি একটি পেজ থেকে পারসোনাল আইটেম ওর্ডার করি গত ৬ ডিসেম্বর। আমাকে আজ ৯ ডিসেম্বর বিকেলে ০১৬১৬-৪৫৫০৭৬ এই নাম্বার থেকে অনেক ...
আসসালামু আলাইকুম, আমার আগে তেমন কোনো অনলাইনে কেনা কাটা করার এক্সপেরিয়েন্স নেই। আমি একটি পেজ থেকে পারসোনাল আইটেম ওর্ডার করি গত ৬ ডিসেম্বর। আমাকে আজ ৯ ডিসেম্বর বিকেলে ০১৬১৬-৪৫৫০৭৬ এই নাম্বার থেকে অনেক বার কল দিয়েছে। আমি রিসিভ করার পর বলেছে আমার প্রডাক্ট এসেছে তার পেমেন্ট টা করতে হবে। অর্ডার করার সময় ৩০০ টাকা নিয়েছে(01602032736) এই নাম্বারে,আর বাকি ছিলো ১৮২৯ টাকা। আমি বলেছি প্রডাক্ট নিয়ে আসেন টাকা দিয়ে দিবো। আমাকে বলেছে টাকা দিলে একটা পিন পাবো তখন প্রডাক্ট আমরা দিয়ে আসবো। আমি দেওয়ার পর আমাকে আবার বলেছে বিকাশ খরচ সহ দিতে হবে, তা না হলে পিন আসবে না। আপনি খরচ সহ পাঠালে আপনার আগের টাকা ব্যাক চলে যাবে। আবার ১৮৬৫ টাকা নিয়েছে। আমাকে বলেছে সে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে। ২ বার টাকা নিওয়ার পর বলেছে পিন টা আসছে না,হেড অফিসে কথা বলে জানাচ্ছি। এর পর হেড অফিস থেকে বলেছে টোটাল যে ৩৬৯৪ টাকা দিয়েছি এটার সেইম পরিমান টাকা দিলে হেড অফিস থেকে লক খুলে পিন টা দিবে, অনেক ভাবে বুঝিয়ে আবার ৩৬৯৪ টাকা নিয়েছে। এটা নেওয়ার পর বলেছে আমি কেনো ৩৬৯৪ টাকার সাথে বিকাশের খরচ এ্যড করিনি। এর পর অন্য একজন কে ম্যানাজার বলে কথা বলিয়েছ। তাকে আমি সব বলার পর আবার সে বলেছে হেড অফিসে মেইল দিয়েছে, হেড অফিস থেকে বলেছে আবার কেনো ৩৬৯৪ টাকার সাথে আমি বিকাশ খরচ দেয়নি। ম্যানাজার সেজে ওই লোক বলেছে এবার দিলে যেহেতু হেড অফিস থেকে বলেছে সমাধান হবেই। আবার ৩৭৬৭ টাকা নিয়েছে। এই ভাবে ৪ বারে মোট ১১১৫৫ টাকা নিয়েছে। এর পর সেম ভাবে আবার চাচ্ছিল। পরে আমি সুন্দরবন কুরিয়ারে হেল্পলাইনে ফোন দিয়ে কনফার্ম হয় এটা ফ্রড। এই ঘটনার শুরু থেকে শেষ অবধি আমি পেজে মেসেজ দিয়েছি। কোনো রিপ্লাই দেয়নি। এর পর ওই সিম বন্ধ করে দিয়েছে। এই পেজ সম্পুর্ন ভাবে এই প্রতারণার সাথে জড়িত। তারা আমার নাম্বার ঠিকানা, কত টাক বাকি ছিলো শুধু এই পেজ ই জানতো।
আপনাদের কাছে অনুরোধ আমার মতো কেউ এই পেজ থেকে প্রতারিত হবেননা। ০১৬১৬-৪৫৫০৭৬ এটা এই প্রতারণার বিকাশ নাম্বার।
📎 Evidence 6
Comments
Loading...
Login to comment
Login